বাংলাদেশে জিম্মি দশা মুক্ত হয়ে নিজ দেশে ফিরে গেছেন ৩ শ্রীলঙ্কান

ব্যবসার সম্ভাবনা দেখতে বাংলাদেশে এসে অপহরণের শিকার হওয়া তিন শ্রীলঙ্কান নাগরিককে অভিযানে চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার শেষে তারা শুক্রবার নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক।

পুলিশ জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার একটি বাড়ি থেকে বুধবার (২৩ এপ্রিল) রাতে তিনজনকে উদ্ধার করা হয়। অপহৃতরা হলেন মালাভি পাথিরানা, তার স্ত্রী পাথিরানা ও থুপ্পি মুদিইয়ান সেল্যাগ নীল।

গত বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের উপ মহাপরিদর্শক বা ডিআইজি মো. রেজাউল হক জানান, বাগেরহাটের মোল্লাহাট এলাকার শহিদুল শেখ নামে এক ব্যক্তির আমন্ত্রণে গত ২২ এপ্রিল তারা বাংলাদেশে এসেছিলেন। সেদিন রাতেই বাগেরহাটে নিয়ে যাওয়া হয় তাদের।

তিনি আরও জানান, বাগেরহাটে এনে তাদের কাছে পাঁচ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। তারা এতো টাকা দিতে পারবে না বলে জানায়, তখন অপহরণকারীরা শ্রীলঙ্কায় তাদের (জিম্মিদের) পরিবারের কাছে ফোন করে থেকে মুক্তিপণ দাবি করেন। বাংলাদেশের একটি নম্বর থেকে এ মুক্তিপণ দাবি করা হয়। পরে পরিবার শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে। এরপর পুলিশ প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে অভিযান চালায়।

এ ঘটনায় চার জনকে আটক করে পুলিশ। তারা হলেন- কাজী এমদাদ হোসেন, শহিদুল শেখ ও জনি শেখ এবং এস এম সামসুল আলম। পরে আটকদের মধ্যে তিনজন জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় একটি জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, পাথিরানাদের সঙ্গে এমদাদ ও শহীদুলের পরিচয় হয়েছিল সামাজিক মাধ্যমে। সেই পরিচয়ের সূত্র ধরেই তাদের ব্যবসার প্রলোভন দেখিয়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান তারা।

সংবাদ সম্মেলনে মালাভি পাথিরানা বলেন, খুব অল্প কিছু খারাপ মানুষের জন্য বাংলাদেশের সব জনগণের বিরুদ্ধে কোনো নেতিবাচক ধারণা পোষণ করতে চাই না।

উদ্ধারের পর তিন শ্রীলঙ্কান নাগরিককে খুলনায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ জানায়। পরে শুক্রবার দুপুরে তারা নিজ দেশে রওনা হন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন বিলম্বিত করা ৫ আগস্টের সঙ্গে বেঈমানি: আযম খান Apr 26, 2025
img
সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরই চায় জামায়াত Apr 26, 2025
img
ফ্যাসিবাদের সহযোগী বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী Apr 26, 2025
img
শিগগিরই একটি জাতীয় সনদে উপনীত হতে চায় ঐকমত্য কমিশন Apr 26, 2025
img
ঢালাও দরপতনে বাজার থেকে ৭ হাজার কোটি টাকার মূলধন উধাও Apr 26, 2025
img
মুশফিকের পাশে জাকের, জয়ের জন্য সবার কাছে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা Apr 26, 2025
img
ম্যাচের পরেই মদের খোঁজে বেরোলেন রাজস্থান রয়্যালসের সিইও Apr 26, 2025
img
জামায়াতের ব্যানারে অমুসলিম প্রার্থী স্বাগত জানানোর সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করেছে: রনি Apr 26, 2025
img
এবার গীতিকার ও সুরকার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন রূপ Apr 26, 2025
img
খাতা না দেখানোয় সহপাঠীদের মারধরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু Apr 26, 2025