রাজ্যে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে ফেরত পাঠান: অমিত শাহ

রাজ্যের কোথাও কোনো পাকিস্তানি নাগরিক বসবাস করছেন কি না— খতিয়ে দেখতে ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোনো রাজ্যে কোনো পাকিস্তানির সন্ধান পাওয়ামাত্র তাকে পত্রপাঠ দেশে ফেরত পাঠানোর নির্দেশও দিয়েছেন তিনি।

চিঠিতে বলা হয়েছে, “রাজ্যে থাকা পাকিস্তানিদের শনাক্ত করুন এবং দ্রুত তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন।”

ভারতে রাজ্যের সংখ্যা ২৮টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, শুক্রবার দিল্লিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অমিত। তার পর শুক্রবার দিলেন এই চিঠি। শুক্রবারের বৈঠকে কী কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে সংবাদমাধ্যমকে কোনো তথ্য দেয়নি কেন্দ্রীয় সরকার।

গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগাম জেলার বৈসরণ উপত্যকায় ভয়াবহ এক জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। নিহতদের সবাই পুরুষ এবং একজন নেপালি ব্যতীত বাকি ২৫ জনের সবাই ভারতের নাগরিক। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরিএফ) নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করে বিবৃতিও দিয়েছে। ভারতের নিরাপত্তা কর্মকর্তা ও বিশ্লেষকরা জানিয়েছেন, এই টিআরএফ কাশ্মিরের বৃহত্তম সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী লস্কর ই তৈয়বার একটি উপশাখা।

ঘটনাচক্রে পেহেলগামে হামলার কয়েক দিন আগে ইসলামাবাদে এক অনুষ্ঠানে কাশ্মিরকে পাকিস্তানের ‘গলার ধমনী’ বলে উল্লেখ করে দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছিলেন, পুরো জম্মু ও কাশ্মির অবশ্যই একদিন পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে।

মঙ্গলবার পেহেলগামে হামলার পর এ ঘটনার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করেছে ভারত। পরের দিন বুধবারই পাকিস্তানি নাগকিরদের ভারতের ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেয় নয়াদিল্লি। সেই সঙ্গে যেসব পাকিস্তানি বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদেরকে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয় সরকার।

বুধবারের সেই ঘোষণার পর শুক্রবার মুখ্যমন্ত্রীদের চিঠি দিলেন অমিত শাহ।

সূত্র : এনডিটিভি অনলাইন

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
দলের সমর্থন নিয়ে চট্টগ্রাম টেস্টে ফেরার প্রত্যাশা মুশফিকের Apr 26, 2025
img
সিলেট থেকে সরাসরি বিশ্ববাজারে পণ্য পাঠাবে বাংলাদেশ, জানালেন মুশফিকুল ফজল আনসারী Apr 26, 2025
img
‘কেশরী ২’ বক্স অফিসে সাফল্য পেলেও অক্ষয়ের মন কেন খারাপ? Apr 26, 2025
img
কেএফসি প্রোমোটের কারণে ৩ লাখ ফলোয়ার হারালেন অজয় নাগর Apr 26, 2025
img
মোদী সরকারকে রাখি সাওয়ান্তের করুণ আর্জি Apr 26, 2025
img
৫ মাসের গর্ভবতী কারিনাকে শুটিংয়ে রেখেছিলেন আমির Apr 26, 2025
img
অর্ধলক্ষ মানুষের জমায়েত প্রেসক্লাব এলাকায় Apr 26, 2025
img
পৌরাণিক সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন সিদ্ধার্থ-তামান্না Apr 26, 2025
img
১৫ বছর আগের ছবি শেয়ার করে ভাইরাল জোভান Apr 26, 2025
img
কাশ্মীর প্রসঙ্গে রাখি গুলজারের মন্তব্য, ‘সবই আসলে ক্ষমতার লড়াই’ Apr 26, 2025