বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ সদস্যকে প্রত্যাহার

কুড়িগ্রামের রৌমারী থানার এক পুলিশ সদস্যকে পরকীয়ার অভিযোগের পর প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত সদস্যের নাম মোস্তাফিজুর রহমান। কুড়িগ্রামের পুলিশ সুপার গত বৃহস্পতিবার তাকে ক্লোজ করার নির্দেশ দেন।

জানা গেছে, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাওপুর গ্রামের যুবক তারা মিয়া আট বছর আগে বিয়ে করেন রৌমারী উপজেলার মধ্য ইছাকুড়ি গ্রামের এক নারীকে।

বিয়ের পর থেকে ওই ব্যক্তি রৌমারীতে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। তাদের ঘরে একজন ছেলে সন্তান আছে। তিনি রৌমারী এলসি পোর্টে পাথর ভাঙার কাজ করতেন। পাশাপাশি তিনি বড়শি দিয়ে নদীতে মাছ ধরতেন।

মাছ ধরার সুবাদে রৌমারী থানার কনস্টেবল মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায় মোস্তাফিজকে ওই যুবক তার ভাড়া বাড়িতে নিয়ে যান। কনস্টেবল মোস্তাফিজ সুযোগ বুঝে তারা মিয়ার স্ত্রীর মোবাইল নম্বর নেন। পরবর্তীতে দুজনের মধ্যে কথাবার্তা চলতে চলতে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।

বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী স্বামী রৌমারী থানায় অভিযোগ করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ওই পুলিশ সদস্য জনৈক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়ার মৌখিক অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরএ/এসএন

Share this news on: