ফরিদপুরে গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ নাজিম শেখ ওরফে রাজু কসাই (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তার বাড়ি ফরিদপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের শোভারামপুরের দক্ষিণপাড়ায়।
জানা গেছে, নাজিম শেখ তার ছেলে মোঃ সাকিবকে মানুষের নিকট থেকে টাকা ঋণ করে বিদেশে পাঠায়। তবে বিদেশ থেকে ছেলে ঋণের টাকা না পাঠানোয় পাওনাদারদের টাকা শোধ করতে পরেন নি তিনি। এমতবস্থায় পাওনাদাররা টাকা চাইতে থাকলে স্থানীয় ফজল মিয়ার মেহগনি বাগানে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
আরআর/এসএন