ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকালে বিএসএফের দায়িত্বপূর্ণ এলাকা সীমান্তের ৬৪ নং পিলারের পাশে চ্যাংখালী নামক স্থানে মহেশপুর ৫৮ বিজিবি ও বিএসএফ'এর ৩২ ব্যাটালিয়নের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে ৫৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল রফিকুল আলম পিএসসি, স্টাফ অফিসারসহ ১২ জন ও বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী সুজিত কুমার ১২ জন স্টাফ অফিসারসহ উভয়পক্ষের ২৪ জন উপস্থিত ছিলেন। তারা আড়াই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সৌজন্য সাক্ষাতে বিজিবি বিএসএফের মধ্যে সুসম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্তে হত্যা না হওয়া এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভবিষ্যতে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এসএম/এসএন