পদ্মা সেতুর নাম ‘শেরেবাংলা সেতু’ রাখার দাবি উঠেছে। শনিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে বরিশাল বিভাগ সমিতির আয়োজনে শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানানো হয়।
বক্তারা বলেন, পদ্মা সেতুর নামকরণ ‘শেরেবাংলা সেতু’ করার পাশাপাশি ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা সড়কটি ছয় লেনে উন্নীত করতে হবে।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষ যত সুযোগ-সুবিধা ভোগ করছে সব কিছুর পেছনে প্রথম অবদান শেরেবাংলা এ কে ফজলুল হকের।
তার এই অবদান বিস্তৃত ছিল প্রতিটি শোষিত-বঞ্চিত মানুষের হৃদয়ে। শেরেবাংলার স্থান ছিল প্রতিটি মানুষের বুকের বাঁ পাঁজরে। সেই কারণেই মৃত্যুর ৬৩ বছর পরও আমরা তাকে স্মরণ করছি।’
তিনি বলেন, ‘শেরেবাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন দূরদর্শী, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ।
তিনি প্রায় অর্ধশতাব্দীর বেশি সময় গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন।’
বরিশাল বিভাগ সমিতি ঢাকার সভাপতি মো. জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেলের সঞ্চালনায় আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ডা. মুশতাক হোসেন, বরিশাল বিভাগ সমিতি ঢাকার প্রতিষ্ঠাতা সদস্য এ এস সুলতান আহম্মদ, সহসভাপতি ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, মো. শওকত ইসলাম ও শরীফ সারোয়ার আশা।
আরএ/এসএন