উত্তরায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রাজধানীর উত্তরা পূর্ব থানায় এলাকায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (২৩) ও ইতি (২০) নামে সদ্য বিবাহিত এক দম্পতি নিহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) রাত আটটার দিকে গুরুতর আহত অবস্থায় মাসুম মিয়াকে এক ব্যক্তি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর ইতি ঘটনাস্থলেই মারা যান।

মাসুম মিয়াকে হাসপাতালে নিয়ে আসা শুভ নামে নামের ওই ব্যক্তি জানান, উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ মাথায় রেল ক্রসিংয়ে তারা রেললাইন দিয়ে হাঁটছিল এবং সেলফি তুলছিল। এ সময় একটি ট্রেন ঢাকার দিকে এবং একটি ট্রেন টঙ্গীর দিকে যাচ্ছিল। ওই ট্রেন দুটি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ক্রসিং করার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ইতি মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় মাসুম মিয়াকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, আমরা সংবাদ পাই টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় সেলফি তোলার সময় এক নবদম্পতি নিহত হয়েছে। নববধূর মরদেহ ঘটনাস্থল থেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাসুম মিয়ার পরিবারের সঙ্গে কথা হয়েছে, তার পরিবার এলে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, কয়েকদিন আগে তারা প্রেমের সম্পর্ক করে পরিবারের অমতে বিয়ে করে। মাসুম মিয়ার বাড়ি নেত্রকোনা এলাকায় এবং ইতির বাড়ি ময়মনসিংহ এলাকায়। তারা দুজনে ঢাকায় এসে বিয়ে করে এবং দক্ষিণ খান থানা এলাকায় ভাড়া থাকত।

এফপি/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
দীপিকাই শাহরুখের প্রাক্তন, সুহানা তাদেরই মেয়ে! Apr 27, 2025
img
পিএসসি’র মতো জায়গায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি না মানা অত্যন্ত দুঃখজনক: সাদিক কায়েম Apr 27, 2025
img
মৌসুমীদের সঙ্গে সম্পর্ক শুটিংয়ের পরও অটুট থাকবে, বললেন যশ Apr 27, 2025
img
ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হলেন হুসেইন আল-শেখ Apr 27, 2025
img
স্বর্ণ পাচার মামলায় আটক ভারতীয় অভিনেত্রী জামিন পাবেন না এক বছর Apr 27, 2025
img
শ্রমিকবান্ধব পেনশন স্কিম চালু করার সুপারিশ সংস্কার কমিশনের Apr 27, 2025
img
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৫) Apr 27, 2025
img
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট Apr 27, 2025
img
নিজের ব্র্যান্ড নিয়ে কলকাতায় হাজির আরিয়ান খান Apr 27, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৬ ফিলিস্তিনি Apr 27, 2025