সিন্ধু পানি চুক্তি বাতিলের পর কড়া বার্তা পাকিস্তানের, 'যেকোনো মূল্যে পানির অধিকার রক্ষা করা হবে'

কাশ্মিরের পেহেলগাম হামলার পর ভারতের নেওয়া উত্তেজক পদক্ষেপের মধ্যে ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিলের ঘোষণায় আরও উত্তপ্ত হয়েছে ভারত-পাকিস্তান সম্পর্ক। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, পানি আটকে দেওয়ার যেকোনো পদক্ষেপ "যুদ্ধের ঘোষণা" হিসেবে বিবেচিত হবে।

এই প্রেক্ষাপটে শনিবার (২৬ এপ্রিল) আবারও কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি বলেছেন, পাকিস্তান যেকোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে এবং পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

শনিবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ মন্তব্য করেন শেহবাজ শরিফ। এসময় তিনি ইরানকে জানান, সন্ত্রাসবাদের যেকোনো রূপের বিরোধী পাকিস্তান এবং এ ধরনের ঘটনায় পাকিস্তানের কোনো সরাসরি বা পরোক্ষ ভূমিকা নেই। বরং, বিগত দুই দশকে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার হয়েছে, যেখানে হাজার হাজার প্রাণহানি ও বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

পেহেলগাম হামলার বিষয়ে শেহবাজ বলেন, পাকিস্তান নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত। পাশাপাশি, তিনি ইঙ্গিত দেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইরান যদি কোনো ইতিবাচক ভূমিকা রাখতে চায়, তাহলে পাকিস্তান তা স্বাগত জানাবে।

জম্মু ও কাশ্মির প্রসঙ্গে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পাকিস্তান সবসময় কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের ন্যায্য দাবির পক্ষে থাকবে এবং জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে তাদের সমর্থন করে যাবে।

উল্লেখ্য, ভারতশাসিত কাশ্মিরে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং অঞ্চলটির স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে অবস্থান নেন। ভারত একে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদ দাবি করলেও, পাকিস্তান বলছে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। এই দীর্ঘ সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
স্বাভাবিক ভাবেই একসঙ্গে ৫ সন্তানের জন্ম চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে Apr 27, 2025
img
‘সংস্কার করতে হবে, সংস্কার ছাড়া গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হবে না’ Apr 27, 2025
img
ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব : পার্থ Apr 27, 2025
img
অবশেষে বাবাকে নিয়ে ভারত যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী Apr 27, 2025
img
ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি : উত্তেজনা বাড়ালে কেউ আমাদের থামাতে পারবে না Apr 27, 2025
img
কয়েকদিন পর ‘আমরা হয়ত বালু খাব’ Apr 27, 2025
img
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা Apr 27, 2025
img
টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল শ্রমিক দল নেতার Apr 27, 2025
img
হিরো আলমের ‘পরকীয়া’ ফাঁস করবেন রিয়ামণি! Apr 27, 2025
img
বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু Apr 27, 2025