বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে এবং দুই দেশের রাজধানী অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে আন্তরিকভাবে কাজ করছে।

শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের ৫৪তম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। অনুষ্ঠানের আয়োজন করেন ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান ও তার স্ত্রী রওশন নাহিদ।

অনুষ্ঠানে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির প্রশংসা করে খাজা আসিফ বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দিই এবং বিভিন্ন খাতে তা আরও গভীর করতে আগ্রহী।” একইসঙ্গে তিনি বাংলাদেশের সরকার ও জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান তার বক্তব্যে পাকিস্তানের সঙ্গে মজবুত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তার দিক তুলে ধরে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল চৌধুরী, ড. তারিক ফজল চৌধুরী, মঈন ওয়াট্টু, হাম কামাল, খেল দাস কোহিস্তানি, মালিক রশীদ আহমদ, কায়সার আহমদ শেখ ও মোহাম্মদ জুনায়েদ আনোয়ারসহ বিভিন্ন কূটনৈতিক মিশনের সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ীরা।

অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, যেমন বাঙালি রসগোল্লা ও বেকি মাছ পরিবেশনের মাধ্যমে। শুরুতে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং অতিথিরা একসঙ্গে কেক কাটেন।

হাইকমিশনার ইকবাল হোসেন খান বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ২০২৪ সালের গণআন্দোলনে অংশগ্রহণকারীদের অবদান স্মরণ করে বলেন, দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে হবে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
লিখিত পরীক্ষায় বাছাই হওয়া ২৮৫ জনকে নিজের ফোন নম্বর দিলেন পুলিশ সুপার Apr 27, 2025
img
‘এনসিপি প্রবাসী অ্যালায়েন্সে’র প্রস্তুতি কমিটি গঠন Apr 27, 2025
img
ফ্যাসিস্ট সরকার আমাদের পরনির্ভরশীল করে রেখেছিল : শেখ বশিরউদ্দীন Apr 27, 2025
img
দৈনন্দিনের যেসব অভ্যাস বাদ দিলে ভালো থাকবে লিভার Apr 27, 2025
img
গোপন কক্ষ থেকে পল্লবীর চিহ্নিত দুই সন্ত্রাসী গ্রেফতার Apr 27, 2025
img
লামিয়ার শোকাহত পরিবারের পাশে তারেক রহমান Apr 27, 2025
img
২৪ ঘণ্টার মধ্যে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে Apr 27, 2025
img
সহ-অভিনেতাকে চড়! মর্যাদার প্রশ্নে কখনও আপস করেননি মৌসুমী Apr 27, 2025
img
বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন : আলী রীয়াজ Apr 27, 2025
img
পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ Apr 27, 2025