চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ডিএনসিসি প্রশাসকের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকাস্থ চীন দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডিএনসিসি আওতাধীন এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সাংস্কৃতিক সহযোগিতা এবং পরিবেশবান্ধব নগর উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, চীনের বিনিয়োগে ঢাকার জলাবদ্ধতা নিরসনে ‘স্পঞ্জ সিটি’ মডেলের মতো আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ার প্রস্তাব উত্থাপন করেন ডিএনসিসি প্রশাসক।

তিনি বলেন, 'নিম্ন আয়ের মানুষদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক নগর গড়তে কমিউনিটি-ভিত্তিক আবাসনে চীনের কারিগরি ও আর্থিক সহায়তা প্রয়োজন। এছাড়া, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের প্রযুক্তি বিশ্বজুড়ে প্রশংসিত। আমরা ঢাকায়ও এমন একটি প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চাই।'

প্রশাসক আরও জানান, সিটি কর্পোরেশনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি চীনের ই-গভর্নেন্স এবং নাগরিক স্বচ্ছতা টুলস ব্যবহারেও আগ্রহী। ঢাকার নদীগুলোর পুনরুদ্ধার এবং নগর পরিবেশ রক্ষায় চীনের সহযোগিতা প্রত্যাশার কথাও তিনি বৈঠকে উল্লেখ করেন।

বৈঠকে ঢাকায় একটি ‘চায়না টাউন’ স্থাপন নিয়ে আলোচনা হয়।

এসএম/টিএ

Share this news on: