ফ্লাইটে বোমা বহনের দাবি, ভারতে কানাডীয় আটক

ভারতের বারাণসী বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে এক বিদেশি নাগরিক বেঙ্গালুরুগামী ইন্ডিগো ফ্লাইটে বোমা বহন করার দাবি করলে এ আতঙ্ক ছড়ায়। এ ঘটনায় কানাডার নাগরিক ওই যাত্রীকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

গণমাধ্যমটি আরো জানিয়েছে, বোমা থাকার হুমকির পর বিমানটিকে আইসোলেশন বেতে সরিয়ে নিয়ে গিয়ে ভালোভাবে তল্লাশি চালানো হয়। তবে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানান বিমানবন্দরের পরিচালক পুণীত গুপ্ত। তিনি বলেন, যাত্রী বোমার হুমকি দেওয়ার সঙ্গে সঙ্গেই ইন্ডিগো ক্রু এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) সতর্ক করেন।

নিরাপত্তাবিধি অনুসারে বিমানটির যাত্রা স্থগিত করে সম্পূর্ণভাবে তল্লাশি করা হয়। পরে নিরাপত্তা সংস্থাগুলোর ছাড়পত্র পাওয়ার পর রবিবার সকালে বিমানটি বেঙ্গালুরুর উদ্দেশে যাত্রা করে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এফপি/টিএ

Share this news on: