চীনের সঙ্গে পাকিস্তানের আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি

জম্মু-কাশ্মিরে হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।


এরমধ্যে রোববার (২৭ এপ্রিল) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং উই-য়ের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তারা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


পাক সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনা মন্ত্রীকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তখন তারা উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং একতরফা ও আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবেন বলে জানান।

চীন ছাড়াও ভাতৃপ্রতীম দেশ সৌদি আরব, ইরান ও মিসরকেও সর্বশেষ পরিস্থিতি নিয়ে অবহিত করেছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তীতে এক বিবৃতিতে জানায়, বেইজিং ইসলামাবাদের সঙ্গে থাকবে বলে জানিয়েছে। এতে বলা হয়েছে, চীন ও পাকিস্তান এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নসহ সবক্ষেত্রে গভীর সম্পর্ক সহযোগিতা অব্যাহত রাখবে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ