পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত এবং এর সংলগ্ন এলাকায় ৪.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার ফলে পুরো এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে ভূমিকম্পে অঞ্চলটি কেঁপে উঠে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।
দেশটির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে একটি বেসরকারি সংবাদ চ্যানেল জানিয়েছে, রবিবার সোয়াত এবং সংলগ্ন এলাকায় ৪.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যার গভীরতা ১৮৫ কিলোমিটার এবং কেন্দ্রস্থল ছিল হিন্দুকুশে।
প্রতিবেদনে বলা হয়, কম্পনের পর আতঙ্কে মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। তবে সোয়াতের কোনো অংশ থেকে প্রাণহানি কিংবা সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূতাত্ত্বিক প্রকৌশলী মুহাম্মদ রেহানের মতে, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত - আরব, ইউরো-এশীয় এবং ভারতীয় - যা দেশটির অভ্যন্তরে পাঁচটি ‘ভূমিকম্প অঞ্চল’ তৈরি করেছে।