ভারত-পাকিস্তান উত্তেজনা: দায়িত্বশীল সমাধানের আহ্বান আমেরিকার

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র উভয় দেশকে "দায়িত্বশীল সমাধানের" দিকে কাজ করার আহ্বান জানিয়েছে। ওই হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রোববার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে, ওয়াশিংটন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারত ও পাকিস্তানের সরকারগুলোর সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রাখছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, "এটি একটি চলমান পরিস্থিতি এবং আমরা ঘনিষ্ঠভাবে এটি পর্যবেক্ষণ করছি। আমরা ভারত ও পাকিস্তান— উভয় দেশের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখছি।"

তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্র সব পক্ষকে দায়িত্বশীল সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছে।" যদিও যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ভারতকে সমর্থন জানিয়ে পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে, তবে পাকিস্তানকে সরাসরি সমালোচনা করা হয়নি।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, "যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন জানায় এবং পেহেলগামে ঘটে যাওয়া জঘন্য সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানায়"। এই মন্তব্যগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যের পুনরাবৃত্তি।

উল্লেখযোগ্য যে, পেহেলগামের ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিল, যার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এর পর ভারত একাধিক কূটনৈতিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সুপ্রিম কোর্ট বারের সভাপতি পদে ব্যারিস্টার মামুনকে প্রার্থী করার দাবি Apr 29, 2025
img
গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক দিনে প্রাণ গেল ৫১ Apr 29, 2025
img
চিন্তা ও উদ্ভাবনের আলোকে ভাষা-সাহিত্য সমৃদ্ধ করা যায় Apr 29, 2025
img
২০২৫-২৬ এ ক্যারিয়ারের নতুন মোড়, চারটি ভিন্ন ধারার সিনেমায় তামান্না ভাটিয়া Apr 29, 2025
img
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়ের আভাস Apr 29, 2025
img
এবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে ক্রাইম থ্রিলার ‘বহুরূপী’ Apr 29, 2025
বঙ্গবন্ধুর বায়োপিকে স্ত্রীর অভিনয় প্রসঙ্গে মুখ খুললেন ফারুকী Apr 29, 2025
img
চাকরির প্রলোভনে দুই কিশোরীকে দিয়ে অনৈতিক কাজ, স্বামী-স্ত্রী গ্রেফতার Apr 29, 2025
img
মাদারীপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের Apr 29, 2025
img
করিডোর দেয়ার সিদ্ধান্তের আগে দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল: মির্জা ফখরুল Apr 29, 2025