ড্রোন পাওয়া গেছে আইন উপদেষ্টার বাসভবনে, নিরাপত্তা জোরদার
মোজো ডেস্ক 02:47PM, Apr 28, 2025
ঢাকার আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ড্রোন উদ্ধার হয়েছে, যা সন্দেহজনক বলে মনে হচ্ছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে এবং তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে।
এ ঘটনায় বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, ড্রোনটি যাচাই-বাছাইয়ের জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।
জানা যায়, ২৬ এপ্রিল সকালে আইন উপদেষ্টার সরকারি বাসভবনের মূল ভবনের সামনে ঘাসের মধ্যে একটি ড্রোন পড়ে থাকতে দেখা যায়। সেখানে কর্মরত মালি সালমা হক বাগান ঝাড়ু দেওয়ার সময় এটি দেখতে পান। এরপর সেটি উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দিলে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন।
সকাল সাড়ে ১০টার দিকে সিটিটিসি, ডিএমপির ডিজিটাল ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে এবং তা তদন্তের জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়।