ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে ফেরার সময় সাগরে বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমানগুলোর একটি—এফ/এ-১৮ই সুপার হর্নেট। প্রতিটি এফ/এ-১৮ই মডেলের যুদ্ধবিমানের বাজারমূল্য প্রায় ৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২৯ কোটি টাকার সমান।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে জানানো হয়, স্থানীয় সময় ভোরে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান-এ অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি অবতরণের প্রস্তুতির সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়।

তবে যুদ্ধবিমানটি ডুবে যাওয়ার আগে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং পরে তাকে উদ্ধার করা হয়। পাইলটের শরীরে গুরুতর আঘাত না থাকলেও একজন নাবিক সামান্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

ঘটনার বিষয়ে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র এড়াতে ইউএসএস ট্রুম্যান রণতরীটি বড় ধরনের একটি ঘূর্ণন নেয়। ঠিক সেই সময়ই ডেক থেকে একটি ট্রাক্টর-চালিত টানার যন্ত্র দিয়ে বিমানটি সরানো হচ্ছিল। ওই বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর ও যুদ্ধবিমান উভয়ই সাগরে পড়ে যায়।

এর আগে হুতি বিদ্রোহীরা দাবি করে, তারা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও মার্কিন কর্তৃপক্ষ এখনো সেই হামলার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

যুক্তরাষ্ট্রের রণতরীটি বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে এবং হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি বড় ধরনের সামরিক অভিযানে অংশ নিচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই দুর্ঘটনা মার্কিন নৌবাহিনীর জন্য কৌশলগত ও আর্থিকভাবে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং যুদ্ধবিমান উদ্ধারে সম্ভাব্য উদ্যোগও নেওয়া হবে।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
টাঙ্গাইল এলজিইডিতে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা Apr 29, 2025
সারজিসের চ্যালেঞ্জের জবাবে চা/ঞ্চ'ল্যকর তথ্য ফাঁ/স করলেন রাশেদ Apr 29, 2025
img
করিডর নিয়ে ম্যান্ডেটহীন সরকারের সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয় : সালাহউদ্দিন Apr 29, 2025
কিসের ভিত্তিতে পদক পেল পুলিশ কর্মকর্তা Apr 29, 2025
চীনের বিমানঘাঁটিতে ট্রাম্পের অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন Apr 29, 2025
আপনি কি তেলাপোকার ফ্যাক্টরি দিছেন? হোটেল মালিককে ভোক্তার কর্মকর্তা Apr 29, 2025
অভিনেতা সিদ্দিককে থানায় সোপর্দ করে যা বললেন ছাত্রদল নেতা আমান Apr 29, 2025
শেখ হাসিনার মেয়ের ৫৭ লাখ টাকার ফ্ল্যাট জব্দের আদেশ Apr 29, 2025
img
বিরল প্রজাতির শকুন উদ্ধার Apr 29, 2025
img
পিএসসি সংস্কারের ৮ দফা বাস্তবায়নে এক সপ্তাহের আল্টিমেটাম Apr 29, 2025