বাজেটকে ব্যবসা সহায়ক মনে করছে এফবিসিসিআই

নতুন বাজেটকে জনকল্যাণমুখী ও ব্যবসা সহায়ক বলে মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
সংগঠনটি বলছে, এবারের বাজেট দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নকে ত্বরান্বিত করবে।

শনিবার মতিঝিল ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনে বাজেটের ২০টি ইতিবাচক দিক তুলে ধরেছে সংগঠনটি।

তারা জানিয়েছেন, তারা বাজেট নিয়ে আরও বিশ্লেষণ করছেন, ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনগুলোর মতামতের ভিত্তিতে বিস্তারিত প্রস্তাব পরে অর্থমন্ত্রীকে দেয়া হবে।

আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের প্রথম দফা ২০১৯-২০ অর্থবছরের বাজেট সংসদে পেশ করা হয়েছে। পাঁচ লাখ ২৩ হাজার কোটি টাকার এই বাজেট আগের বছরের চেয়ে ১৮ শতাংশ বড়।

নতুন বাজেটকে মোটা দাগে স্বাগত জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। তবে করপোরেট করের হার না কমায় হতাশা প্রকাশ করেছেন তারা।

আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ বাজেটে ৭০ শতাংশ খুশি বলে জানিয়েছে বিজিএমইএ। তারা বলছেন, প্রস্তাবিত বাজেট যেমন ব্যবসা সহায়ক, তেমনি জনকল্যাণমুখী।

তবে শুধু ঘাটতি পূরণে দেশের ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা ।

 

টাইমস/জেডটি

Share this news on: