কানসাটে আম কিনছেন না আড়ৎ মালিকরা, বিপাকে কৃষক

চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে ‘বড় আম বাজার’ কানসাট। শিবগঞ্জ উপজেলা প্রশাসন থেকে নির্দেশ দেয়া হয়, আড়ৎগুলোতে ৪০ কেজিতে মণ ধরে আম বেচাকেনা করতে হবে। এই নিদের্শ জারীর পর দুপুরের দিকে আড়ৎ মালিকগণ আম কেনা বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়েন আম চাষীরা।

নাম প্রকাশ না করার শর্তে এক আড়ৎ মালিক জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৫০, রহনপুর ৪৮ কেজিতে মণ হলেও শুধু কানসাটে ৪০ কেজিতে মণ আম বিক্রি করতে বাধ্য করছে প্রশাসন। একই জেলায় কিভাবে ভিন্ন ভিন্ন ওজনে আম বিক্রি হয়। সব জায়গায় একই ওজন হতে হবে। তাই আমরা আম কেনা বন্ধ করে দিয়েছি।

আম চাষী কাসেম আলী বলেন, আম নিয়ে বিপাকে পড়েছি। আড়ৎ মালিকরা আম কিনতে চাইছে না। এই আম নিয়ে আমরা এখন কোথায় যাবো?

 

টাইমস/টিএইচ

Share this news on: