আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লম্বা ছুটি উপভোগ করতে যাচ্ছেন সাধারণ মানুষ। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, আগামী ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে। এর আগের দিন, অর্থাৎ ৫ জুন বৃহস্পতিবার পড়বে আরাফাহ দিবস।
বুধবার (৩০ এপ্রিল) সৌদি গণমাধ্যম আল-আরাবিয়া এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন—জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে ২৭ মে (মঙ্গলবার) সন্ধ্যায়। তা নিশ্চিত হলে ২৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস। সেক্ষেত্রে ১০ জিলহজ, অর্থাৎ ঈদুল আজহা হবে ৬ জুন।
তবে চাঁদ দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।
এদিকে, ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা সরকারি ছুটির অনুমোদন দিয়েছে। তাদের ঘোষিত সূচি অনুযায়ী—৫ জুন (বৃহস্পতিবার) আরাফাহ দিবস, এরপর ৬ থেকে ৮ জুন (শুক্র থেকে রোববার) ঈদের ছুটি। ছুটি প্রযোজ্য হবে সরকারি ও বেসরকারি সব খাতের জন্য।
প্রসঙ্গত, ঈদুল আজহা মুসলিমদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব, যা হজের পরদিন অনুষ্ঠিত হয়। এ সময় লাখো মুসলমান পবিত্র নগরী মক্কায় হজব্রত পালন করেন।
এসএস/এসএন