দাম কমল জ্বালানি তেলের

লিটার প্রতি ১ টাকা কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ডিজেল প্রতি লিটার ১০৪ টাকা, কেরোসিন ১০৪ টাকা, অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী পহেলা মে থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে ফেব্রুয়ারির প্রথম দিনে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করেছিল সরকার। পরের দুই মাস অর্থ্যাৎ মার্চ ও এপ্রিল তেলের দাম ছিল অপরিবর্তিত।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার। এই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার। অবশ্য সরকার দায়িত্ব নেয়ার পর জ্বালানি তেলের দাম কমানোর পাশাপাশি কোনো কোনো মাসে অপরিবর্তিত রাখা হয়েছে। আবার কোনো কোনো মাসে বেড়েছে।

গত বছরের ৩১ আগস্ট প্রথমবার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে অন্তর্বর্তী সরকার। সেদিন সেপ্টেম্বর মাসের জন্য পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা এবং প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়।

অক্টোবর মাসে দাম নির্ধারণে নভেম্বরে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন দাম ৫০ পয়সা করে কমিয়ে ১০৫ টাকা করা হলেও অপরিবর্তিত রাখা হয় পেট্রোল ও অকটেনের দাম। আর ডিসেম্বরের শেষ দিন মূল্য সমন্বয়ের ঘোষণায় এক টাকা কমিয়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ১০৪ টাকা। আগের মতো পেট্রোল ১২১ টাকা এবং অকটেন ১২৫ টাকা রাখা হয়।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হত্যা মামলায় আ. লীগের সাবেক ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী ফের কারাগারে May 01, 2025
ইরেশের পাশে দাঁড়িয়ে জয় বললেন, ‘আমার পাশে কেউ ছিল না’ May 01, 2025
img
ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল, জলবায়ু সংকটের আশঙ্কাজনক ইঙ্গিত May 01, 2025
নতুন চরিত্রে মোশারফ করিম May 01, 2025
রিয়াল ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি May 01, 2025
সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি, সত্যি হচ্ছে পাকিস্তানের শঙ্কা? May 01, 2025
কাশ্মির ইস্যুতে ভারতীয় সেনাকে দায়ী করলেন আফ্রিদি May 01, 2025
জুলাই শহীদের প্রকৃত সংখ্যা নিয়ে যা বললেন ইলিয়াস May 01, 2025
মানবিক করিডর নিয়ে যে অভিযোগ ভিপি নুরের May 01, 2025
ছত্রিশ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত May 01, 2025