উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া উপজেলার শিক্ষার্থীদের একাংশ।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলার সদরে আল্লাহু চত্বরে বিক্ষোভ মিছিলটি করা হয়।

এ সময় মিছিল নিয়ে বের হলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানের নেতৃত্ব পুলিশ সদস্যরা বাধা প্রদান করেন। ওসি জাহিদুর রহমানকে বিক্ষোভ মিছিলের ব্যানারটি কেড়ে নিতে দেখা গেছে।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে একটি মিছিল করছেন শিক্ষার্থী ও বিভিন্ন বয়সের মানুষ। এ সময় উপজেলা সদরের আল্লাহু চত্বরের পাশে বোগদাদ রেস্টুরেন্টের সামনে এলে পুলিশ সদস্যরা তাতে বাধা প্রদান করেন। এ সময় ওসি জাহিদুর রহমানকে বিক্ষোভকারীদের হাত থেকে ব্যানার কেড়ে নিতে দেখা যায়। পরে বিক্ষোভকারীরা ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন। ভিডিওতে ওসিকে বারবার বলতে শোনা যায়, ‘কোনো মিছিল করা যাবে না’।

এ বিষয়ে ওসি জাহিদুর রহমান  বলেন, ‘আমাদের কাছে বেশ কয়েকদিন ধরে গোয়েন্দা তথ্য ছিল আওয়ামী লীগের লোকজন ছদ্মনামে মাঠে নামবে। আজকে যারা মিছিল করেছে তারা সবাই আওয়ামী লীগের লোকজন। আমার কাছে সবার ছবি আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে তাদের আইনের আওতায় আনা হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক উবায়দুল হক বলেন, এই বিক্ষোভের বিষয়ে আমাদের তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই। আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের লোকজন কৌশলে কিছু শিক্ষার্থীকে প্ররোচিত করে মিছিলটি করিয়েছে আমাদের সংগঠনের নাম ব্যবহার করে। আমরা জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এসএন 

Share this news on: