উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শিগগির দেশটির নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার নির্দেশ দিয়েছেন। নতুন একটি রণতরীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানে কিমের সঙ্গে ছিলেন তাঁর মেয়ে জু আয়ে।
বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে। সপ্তাহান্তে প্রথমবারের মতো পিয়ংইয়ং ৫ হাজার টন সক্ষমতার নতুন ডেস্ট্রয়ার-ক্লাস রণতরী ‘চোই হাইঅন’ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করে।
বিশ্লেষকদের মতে, এই নৌযানে স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল নিউক্লিয়ার মিসাইল সংযুক্ত করা হতে পারে। ডেস্ট্রয়ারটির দুই দিনের অস্ত্র পরীক্ষার প্রথম দিনে সশরীরে উপস্থিত ছিলেন উন ও তাঁর মেয়ে। গত সোম ও মঙ্গলবার এই পরীক্ষা হয়। এএফপি।
এসএন