বন্দর আব্বাসের পর এবার ইরানের ঐতিহাসিক শহর ইসফাহানের একটি গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছে আরও ২ জন।
ইরানি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহের। বিস্ফোরণের পরপরই দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে জনসাধারণকে। তবে এখন পর্যন্ত এই বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি ইরান।
যদিও প্রাথমিক রিপোর্টে এ বিস্ফোরণের সামরিক বা পারমাণবিক সংযোগ নেই বলে অনুমান করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন এবং প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে সৌদি গণমাধ্যম আল-হাদাত জানিয়েছে, বিস্ফোরণের স্থানটিতে বারুদ উৎপাদন করা হতো। এই রাসায়নিক শিল্প কমপ্লেক্স ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে তত্ত্বাবধান করা হয়ে থাকে।
ইসফাহান শহরটি ইরানের শিল্প ও সামরিক উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। এটি পারমাণবিক গবেষণা এবং সামরিক জোন হিসেবেও গুরুত্বপূর্ণ।
এফপি/টিএ