শাহবাজ ও জয়শঙ্করের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় বুধবার পাকিস্তান ও ভারতের কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাদের উত্তেজনা কমিয়ে পারস্পরিক যোগাযোগ পুনরায় শুরু করতে বলেছেন। পাশাপাশি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া হামলার নিন্দা জানাতে বলেছেন।

তারা আরো বলেছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নৃশংস হামলার তদন্তে সহযোগিতা করার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া পাকিস্তানকে ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে, সরাসরি যোগাযোগ পুনরায় চালু করতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করতে বলেছেন তিনি।

দুই দেশের নেতারা এই হামলার জন্য সন্ত্রাসীদের জবাবদিহির আওতায় আনার অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

শেহবাজ শরিফের সঙ্গে আলোচনার পর বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও ফোনে কথা বলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে, মার্কো রুবিও ভারতকে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করতে বলেছেন। তিনি পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে তার অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, তিনি বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পেহেলগাম হামলার বিষয়ে কথা বলেছেন।

এস জয়শঙ্কর বলেছেন, পেহেলগাম হামলার দায়ীদের, তাদের পেছনে থাকা সমর্থকদের ও পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনা হবে।

এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে যোগাযোগ করার পর শরিফের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, পেহেলগাম হামলার পর দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে মার্কো রুবিওকে অবহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এ ছাড়া রুবিও বিস্তারিত আলোচনা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

সেই সঙ্গে তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য উভয় পক্ষের একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

বিবৃতি অনুযায়ী, পেহেলগামের ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভারতীয় প্রচেষ্টাকে স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সত্য উন্মোচনের জন্য স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেছেন।

শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ভারতকে এই ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে ও দায়িত্বশীল আচরণ করতে চাপ দেয়।

প্রধানমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে পানি নিয়ে আগ্রাসী অবস্থান নিয়েছে, অথচ এই পানির ওপর নির্ভর করে আছে পাকিস্তানের ২৪ কোটি মানুষের জীবনযাপন।

বিবৃতিতে অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, সিন্ধু পানি বণ্টন চুক্তিতে কোনো পক্ষের একতরফাভাবে পানি প্রত্যাহারের কোনো বিধান নেই।

জম্মু ও কাশ্মীর বিরোধের শান্তিপূর্ণ সমাধানই দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় বলেও তিনি জোর দিয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান ৯০ হাজারেরও বেশি প্রাণ উৎসর্গ করেছে এবং পাকিস্তানকে ১৫২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতি বহন করতে হয়েছে।’

‘ভারতের ক্রমবর্ধমান উসকানিমূলক আচরণ অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক’ উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের উসকানি, বিশেষ করে আফগান মাটি থেকে পরিচালিত আইএসকেপি, টিটিপি ও বিএলএর মতো জঙ্গি গোষ্ঠীগুলিকে পরাজিত করার জন্য পাকিস্তানের চলমান প্রচেষ্টা থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শুল্ক হ্রাস বা বৃদ্ধি নির্ভর করবে বাংলাদেশের ওপর: ট্রাম্প Jul 08, 2025
img
'অঞ্চলভিত্তিক শ্রমিক কল্যাণ কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে' Jul 08, 2025
img
সরকারি অনুমোদন ছাড়াই চলছে ‘ওয়ার ২’ বুকিংয়ের তোড়জোড় Jul 08, 2025
img
অরণ্যের গর্জনে ফিরছে ‘কান্তারা : চ্যাপ্টার ১’ Jul 08, 2025
img
ধানুশের 'স্যার’ সিনেমার সিক্যুয়েল হবে না জানালেন পরিচালক Jul 08, 2025
img
যৌতুকবিরোধী আইনে বাধ্যতামূলক মধ্যস্থতা নারীর ন্যায়বিচারে বাঁধা: মহিলা পরিষদ Jul 08, 2025
img
দুপুরের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির শঙ্কা Jul 08, 2025
img
দক্ষিণ কোরিয়া-জাপানের পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প Jul 08, 2025
img
বৈশ্বিক সমুদ্র চলাচলে বাংলাদেশ আবারও বড় ভূমিকার আশায় Jul 08, 2025
img
অনিরুদ্ধ এবার কন্নড় সিনেমায়, ইয়াশের ‘টক্সিক’ দিয়ে অভিষেক Jul 08, 2025
img
ভিকি কৌশলের ছাভা ভারতের সবচেয়ে আয়কারী ছবি Jul 08, 2025
img
তামিল ইন্ডাস্ট্রিতে পূজার ক্যারিয়ারের নবজাগরণ Jul 08, 2025
সিরাজগঞ্জে হাসনাতের হুশিয়ারি! যা জানা গেলো Jul 08, 2025
মুজিবুল হক চুন্নু বহিষ্কার, জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী Jul 08, 2025
img
বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়ল, পাল্টা পদক্ষেপে কড়া জবাবের হুমকি Jul 08, 2025
img
প্রধান উপদেষ্টাকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ Jul 08, 2025
img
অনলাইন প্রতারণার জালে নিঃস্ব শত পরিবার, নড়াইলে গ্রেফতার ৪ Jul 08, 2025
অবশ্যই অবশ্যই বিচার লাগবে: নাহিদ ইসলাম Jul 08, 2025
img
জুলুমের অবসান ঘটিয়ে ইনসাফের শাসন কায়েমের ঘোষণা জামায়াতের Jul 08, 2025
img
চমেক ছাত্রাবাসে ছাত্রদল ও শিবিরের মধ্যে বিরোধ Jul 08, 2025