ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেককে খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে। কেউ রেহাই পাবে না।
তিনি বৃহস্পতিবার দিল্লিতে আসামের বোড়ো জনগোষ্ঠীর নেতা উপেন্দ্র নাথ ব্রহ্মার মূর্তি উন্মোচন এবং তার নামে একটি সড়কের নামকরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
অমিত শাহ বলেন, “যেই ন্যাক্কারজনক হামলা করেছে, আমরা কাউকেই ছাড়বো না। প্রত্যেক হামলাকারীকে খুঁজে বের করা হবে।”
তিনি আরও বলেন, “মোদি সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। কেউ যদি ভাবে, এমন কাপুরুষোচিত হামলা চালিয়ে পালিয়ে যেতে পারবে, তাহলে তারা ভুল ভাবছে। এটা নরেন্দ্র মোদীর সরকার — কাউকে ছাড়া হবে না।”
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। তিনি হুঁশিয়ার করে বলেন, “২৬ জন নিরীহ মানুষকে হত্যা করে কেউ ভাববেন না যে তারা জিতে গেছে। তোমাদের সবাইকে জবাবদিহি করতে হবে।”
আরআর/এসএন