পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই সাং-মক বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তার পদত্যাগ গৃহীত হয়েছে।

এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় জানায়, “চোইয়ের পদত্যাগ গ্রহণ করা হয়েছে।”

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার কথা ছিল চোইয়ের। কারণ বিদায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু ওই সময় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছিলেন।

তবে দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগ করলেন চোই। অর্থনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, “দেশি-বিদেশি গুরুতর অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমার পক্ষে দায়িত্ব পালন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে—এই পরিস্থিতিতে আমি দুঃখিত যে, আমাকে সরে দাঁড়াতে হচ্ছে।”


এসএস

Share this news on: