শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম করা হবে : শিক্ষা সচিব
মোজো ডেস্ক 07:03AM, May 02, 2025
শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে শুধু শ্রেণিকক্ষে স্মার্ট বোর্ড বসালেই হবে না, বরং সরকার স্মার্ট ক্লাসরুম গড়তে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ ফিমেল একাডেমির মিলনায়তনে ‘বঞ্চিত মেয়েদের শিক্ষা উন্নয়নে সরকারি-বেসরকারি সম্মিলিত প্রচেষ্টা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, “স্মার্ট ক্লাসরুম চালু হলে শিক্ষকরা দূরদেশ থেকে, এমনকি লন্ডন থেকেও শিক্ষার্থীদের ক্লাস নিতে পারবেন। এতে করে শিক্ষার পরিধি ও গুণগত মান আরও বাড়বে।”
তিনি আরও বলেন, “শুধু বঞ্চিত মেয়েদের শিক্ষা নয়, সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জামিল চৌধুরী।