নীলফামারীর উত্তরা ইপিজেডে বেপজার নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বেলাল মিয়া (২৩) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের নুরুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, উত্তরা ইপিজেডে বেপজার ছয়তলা নির্মাণাধীন ভবনের শাটারিং খুলছিলেন চার শ্রমিক। ওই সময় ষষ্ঠ তলার ছাদ থেকে নিচে পড়ে যান বেলাল মিয়া। দ্রুত ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নির্মাণ কাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান সিবিএল-এর অধীনে কাজ করছিলেন বেলাল।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাইদ বলেন, “নিহতের পরিবারকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”