এবার সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালাল ইসরায়েল

সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (২ মে) সকালে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একথা জানিয়েছেন।
একইসঙ্গে তিনি ড্রুজ সম্প্রদায়কে রক্ষার প্রতিশ্রুতিও পুনরায় দিয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এ নিয়ে গত দুই দিনের মধ্যে সিরিয়ায় ইসরায়েলের এটি দ্বিতীয় হামলা। মূলত সিরিয়ার ওই সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার বিষয়ে নেতানিয়াহুর দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এর আগে সপ্তাহের শুরুতে ড্রুজ ও সুন্নি বন্দুকধারীদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছিল।

রয়টার্স বলছে, ড্রুজরা এমন একটি ধর্মীয় সম্প্রদায়ের অনুসারী যা ইসলামের একটি শাখা থেকে উদ্ভূত। এ সম্প্রদায়ের মানুষ সিরিয়া, লেবানন এবং ইসরায়েলে বসবাস করে।

আর এই হামলা ইঙ্গিত দিচ্ছে— ইসরায়েল এখন সিরিয়ার ক্ষমতাসীন সুন্নি ইসলামপন্থিদের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করছে, যারা গত ডিসেম্বরে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেছিল। আর এতে করে নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার জন্য দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আরও চ্যালেঞ্জের হয়ে দাঁড়াল।

নেতানিয়াহু এক যৌথ বিবৃতিতে বলেন: “গতরাতে ইসরায়েল দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালিয়েছে। এটা সিরিয়ার শাসকগোষ্ঠীর প্রতি স্পষ্ট বার্তা: আমরা দামেস্কের দক্ষিণে কোনো বাহিনীকে অবস্থান করতে দেব না বা ড্রুজ সম্প্রদায়ের প্রতি কোনো হুমকিও বরদাশত করব না।”

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল “দামেস্কে প্রেসিডেন্ট আহমেদ হুসেইন আল-শারার প্রাসাদের কাছে”, তবে নির্দিষ্ট করে কোনো টার্গেটের নাম বলা হয়নি। সিরিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি।

প্রসঙ্গত, দামেস্কের উপকণ্ঠের প্রধানত ড্রুজ অধ্যুষিত জারামানা এলাকায় ড্রুজ ও সুন্নি বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যাওয়ার পর গত মঙ্গলবার সহিংসতা ছড়িয়ে পড়ে। মূলত একটি অডিও রেকর্ডিংকে ঘিরে এর সূত্রপাত হয়, যেখানে মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে অবমাননা করা হয়েছিল বলে দাবি করা হয় এবং সুন্নি যোদ্ধাদের সন্দেহ ছিল এটি একজন ড্রুজ তৈরি করেছেন।

মঙ্গলবারের ওই সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হন। পরে বুধবার সহিংসতা দামেস্কের উপকণ্ঠের সাহনাইয়া শহরেও ছড়িয়ে পড়ে, যা মূলত ড্রুজ অধ্যুষিত এলাকা।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img

পাবনা-৩ আসন

বিএনপির প্রার্থী পরিবর্তন না করলে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার ঘোষণা Nov 22, 2025
img
নভেম্বর মাসে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে ৩০.৭ শতাংশ Nov 22, 2025
img
ভূমিকম্পে হতাহতের ঘটনায় ছাত্রশিবিরের শোক Nov 22, 2025
img
ভূমিকম্পে আতঙ্ক, মাগুরায় শতাধিক গার্মেন্টস কর্মী আহত Nov 22, 2025
img
সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার Nov 22, 2025
img
আওয়ামী লীগের বিচারের দাবিতে আজ এনসিপির মিছিল Nov 22, 2025
সেনাকুঞ্জে অতিথিদের সঙ্গে দুর্ব্যবহার, রেজাউল করিমের নিন্দা Nov 22, 2025
ইরানের পরমাণু ইস্যুতে রাশিয়ার দৃঢ় অবস্থান Nov 22, 2025
সেনাকুঞ্জে বেগম জিয়া শফিকুর রহমান সহ নাহিদের সঙ্গে কি আলাপ ইউনূসের Nov 22, 2025
আমার পাঞ্জাবির দাম কত? এই প্রশ্ন করতে পারেন না Nov 22, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 22, 2025
ভূমিকম্পে ছয় জন নিহত, ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা’ মত বিশেষজ্ঞের Nov 22, 2025
img
শেখ হাসিনাসহ আসামিপক্ষের আপিলের সুযোগ আছে : অ্যাটর্নি জেনারেল Nov 22, 2025
যে প্রশ্নের মুখোমুখি আগে কখনও হয়নি হান্নান মাসুদ Nov 22, 2025
নারী আইপিএলের নিলামে ৩ বাংলাদেশি Nov 22, 2025
দীর্ঘ বিরতির পর ফিরেও আলোচনায় বিবেক, বিতর্কের ঝড় Nov 22, 2025
দেশের তারকারাও কাঁপল ভূমিকম্পে, সামাজিক মাধ্যমে শেয়ার ভয়ের মুহূর্ত Nov 22, 2025
‘দাবাং ফোর’এ পরিচালক হতে পারেন সালমান, জল্পনা ছড়াল বলিউডে Nov 22, 2025
ভূমিকম্পের আতঙ্কে রুকাইয়ার সচেতনবার্তা ভাইরাল Nov 22, 2025
রাজধানীতে শাকিবের শুটিং চলাকালীন কম্পন, ভক্তরা আতঙ্কিত Nov 22, 2025