দলগুলো দ্রুত নির্বাচন চাইলেও সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো তারিখ নেই: মান্না

রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাইলেও সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো তারিখ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এতে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে।

শুক্রবার (২ মে) সকালে বিজয়নগরে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, খুবই ছোট ছোট বিষয়ে সব রাজনৈতিক দলকে ডেকে কথা বললেও, এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কারও সঙ্গে কথা বলেনি সরকার।

তিনি আরও বলেন, মানবিক করিডর নিয়ে এত তাড়াতাড়ি সরকারের একমত হতে হলো কেন? বৃহৎ শক্তির কোনো দ্বন্দ্বে আমরা জড়াতে চাই না। এসব বিষয়ে সরকারকে আরও সময় নিয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি।

অন্যদিকে, অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি না করার পরামর্শ দেন। তিনি বলেন, করিডর দেয়ার সঙ্গে ভূ-রাজনীতি ও সার্বভৌমত্বের বিষয়গুলো নিয়ে সরকারকে আরও ভাবতে হবে।

আরআর/টিএ

Share this news on: