রাজবাড়ীতে আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ও বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার বরাট ইউনিয়নের ২নং ওয়ার্ড ভবদিয়া গ্রামের মোহাম্মদ আলী মোল্লার ছেলে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মো. ফরিদ আলী মোল্লা (৪২), সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের মৃত সুবল চন্দ্র সাহার ছেলে পাচুরিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগ সেক্রেটারি বিশ্বনাথ সাহা (৫৮), গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড নুরু মন্ডলের পাড়ার আব্দুস ছামাদ শেখের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান (৪৫), উজানচর ইউনিয়ন ৫নং ওয়ার্ড গফুর মাতুব্বর পাড়ার মৃত দানেশ শেখের ছেলে ও ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সোনাই মিয়া (৫০), উজানচর ইউনিয়ন ৭নং ওয়ার্ড ছাহের মণ্ডল পাড়ার আদু শেখের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য এবং ৭নং ওয়ার্ড মেম্বার মো. সমসের আলী (৩৬), পাংশা উপজেলার পুপুলবাড়িয়া গ্রামের মো. বদর উদ্দিন শেখের ছেলে ও মৌরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মিন্টু শেখ (২৮), পৌরসভার রঘুনাথপুর গ্রামের মৃত ইমারত সরদারের ছেলে ও পৌরসভার ৮নং ওয়ার্ড যুবলীগ সদস্য গোলাম মোরতোজা নাছের ওরফে লিটন (৪৫), মাগুরাডাঙ্গী গ্রামের মহসিন মন্ডলের ছেলে ও পাংশা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (৪০), নারায়ণপুর গ্রামের মৃত আ. জব্বারের ছেলে মোস্তাফিজুর রহমান (৬০) ও বাবুপাড়া গ্রামের মৃত আব্দুল হাই হাজারীর ছেলে ইউনিয়ন যুবলীগের সদস্য মো. মনিরুল ইসলাম (৪০)।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২ জন, গোয়ালন্দ ঘাট থানায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ জন এবং পাংশা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ