ঝিনাইদহে বিএসএফের গুলিতে আহত যুবক ঢামেকে

ঝিনাইদহের মহেশপুরে ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিএসএফের গুলিতে মো. রিয়াজ (২২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গতকাল বিকেলে সীমান্তে নিজেদের ধানের জমিতে সেচ দিতে গেলে এ ঘটনা ঘটে। আজ (শুক্রবার) সকালের দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

রিয়াজ ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

আহত যুবকের বাবা শফিকুল ইসলাম জানান, আমার ছেলে কৃষি কাজ করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ধানের জমিতে সেচ দিতে গেলে বিএসএফ অতর্কিতভাবে গুলি করে। এতে একটি গুলি এসে ছেলের পেটে লাগলে সে গুরুতর আহত হয়। পরে আমরা ওকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ সকালের দিকে ঝিনাইদহের সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

এফপি/টিএ 

Share this news on: