ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনে একটি ভাবগাম্ভীর্যপূর্ণ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২ মে) ভারতীয় হাই কমিশনে এই স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ সময় হাই কমিশনার প্রণয় ভার্মা, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
এ ছাড়াও বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক এবং দেশটির বন্ধুরা বিপুল সংখ্যায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এসএম/টিএ