রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় ইসমাইল (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (০২ মে) দুপুর ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. মিল্টন জানান, আমার ছেলে স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করত। আজ দুপুর সাড়ে ১২টার দিকে টিনশেড বাসার ঘরে সবার অজান্তে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকে।
পরে আমরা দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কি কারণে আমার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।
তিনি আরও জানান, আমাদের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানা টিয়াগাছা ভবানীপুর গ্রামে। বর্তমানে মধ্য মেরাদিয়ায় থাকি আমরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আরএ/টিএ