দক্ষিণ কোরিয়ায় ১২০০ বছরের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক পদ্ম লণ্ঠন উৎসবে অংশ নিয়েছেন তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি। গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ২৬ ও ২৭ এপ্রিল সিউলসহ দেশজুড়ে উৎসবটি উদযাপিত হয়।
প্রবাসী বাংলাদেশিরা ডংগুক বিশ্ববিদ্যালয় থেকে জোগেস্যা টেম্পলে বুদ্ধের জন্মদিনে পদ্ম লণ্ঠন উদযাপন র্যালিতে যোগদান করেন। এতে নেতৃত্বে দেন কোরিয়া-বাংলাদেশ বুদ্ধ সারানা মেডিটেশন সেন্টারের প্রধান অধ্যক্ষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধুতাঙ্গ সাধক ভদন্ত শরণংকর মহাথের।
প্রতিবছর বুদ্ধের জন্মদিনে উপস্থিত থাকার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশি ধুতাঙ্গ সাধক শরণংকর মহাথের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব বাংলাদেশিদের বলেন, উৎসবের মূল লক্ষ্য হোক বুদ্ধের আলোকিত আলোয় সমগ্র বিশ্বকে আলোকিত করা।
এ সময় আরও উপস্থিত ছিলেন- দক্ষিণ কোরিয়া জোগেস্যা টেম্পলসহ কোরিয়ার বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভিক্ষুসংঘ বৃন্দ ও চীন, জাপান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের রাষ্ট্রদূত বৃন্দ।
উৎসবটি শুধু বৌদ্ধ নয়, প্রতিটি দেশের প্রতিটি ধর্মের মানুষের জন্য উন্মুক্ত ছিল। দক্ষিণ কোরিয়াসহ বিশ্ব গণমাধ্যমের উপস্থিতিতে শুধু সিউলেই প্রায় ১০ লক্ষাধিক মানুষের সমাগম হয় এবারের উৎসবে।
আরএ/টিএ