চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
মোজো ডেস্ক 07:36PM, May 02, 2025
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২ মে) সকালে উপজেলা পরিষদের দক্ষিণের মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আকতার কামাল (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায় তিনি উপজেলার চুনতি ইউনিয়নের বহদ্দার বাড়ির মৃত আবুল বশরের পুত্র। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহত কামাল দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।