টঙ্গীর হত্যা মামলা : প্রধান আসামি গ্রেফতার কক্সবাজারে

গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে যুবক আরিফুল ইসলামের (২৭) হত্যা মামলার পলাতক প্রধান আসামি ওমর ফারুককে (৩০) কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-১৫। ওমর ফারুক টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় এলাকার আবুল কাশেমের ছেলে।

শুক্রবার (২ মে) বিকেলে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, খুন হওয়া আরিফুলের সাথে অভিযুক্ত ওমর ফারুকের আর্থিক লেনদেন নিয়ে ঝগড়া ছিল।

গত ২৭ এপ্রিল অভিযুক্ত ওমর ফারুকের বাড়িতে আরিফুলের পরিবারের সাথে পৈত্রিক জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে ওমর ফারুক তার হাতে থাকা সুইচ গিয়ার দিয়ে আরিফুলের তলপেটে চুরিকাঘাত করে এবং এলোপাতারি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। আশেপাশের লোকজন আরিফুলকে গুরুতর অবস্থায় প্রথমে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন ২৮ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরিফুল।

এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১ ও র‌্যাব-১৫ অভিযান পরিচালনা করে ওই হত্যা মামলার প্রধান পলাতক আসামি ওমর ফারুককে আজ শুক্রবার ভোরে কক্সবাজার জেলার সদর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

 গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব-১।

আরএম/টিএ   





Share this news on: