শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রোমানা আক্তার (১১) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ মে) সকাল ১১টার দিকে উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা কডারমোড় গ্রামে ঘরের আড়া থেকে রোমানার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোমানা আক্তার ওই গ্রামের জুলহাস আলীর মেয়ে। পরিবারের ধারণা, শিশুটি আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোমানার মা তার আরো দুই বোন নিয়ে ঢাকায় থাকেন। শুক্রবার সকালে তার বাবা মাঠে বোরো ধান কাটার কাজ করছিলেন। রোমানা বাড়ির আঙিনায় খেলা করছিল। তার চাচী হাজেরা বেগম রোমানাকে ডেকেও সাড়া না পেয়ে খুঁজতে থাকেন।
এক পর্যায়ে কোথাও না পেয়ে বসতঘরে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা আটকানো।
এ সময় ঘরের টিনের বেড়ার ফুটো দিয়ে দেখতে পান রোমানা ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলে আছে। পরে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’