লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে । আজ শুক্রবার সন্ধ্যার দিকে তাদের নিয়ে যায় বিএসএসফ।
ভুক্তভোগীরা হলেন—গাটিয়ারভিটা গ্রামের মোস্তাক আলীর ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. রিমন এবং বগুড়ার সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
বগুড়া থেকে সাজেদুল পাটগ্রামে বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানান, উপজেলার পাটগ্রাম ইউনিয়নের গাটিয়ারভিটা সীমান্তের আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলালের কাছ থেকে রিমন ও সাজেদুলকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তারা সন্ধ্যার আগে বাড়ির অদূরে কাঁটাতারের বেড়ার এপাশে ভারতীয় চা বাগান এলাকায় ছবি তুলতে যায়। এই অপরাধে বেড়ার ওপার থেকে বিএসএফ জওয়ানরা এসে তাদের ধরে নিয়ে ভারতের অভ্যন্তরে নিয়ে চলে যায়।
স্থানীয় ইউপি সদস্য তবিবর রহমান বলেন, ‘বগুড়া থেকে বেড়াতে আসা সাজেদুল সীমান্ত সম্পর্কে তেমন কিছু জানতো না বলেই চা বাগানের কাছাকাছি গিয়ে ছবি তুলেছে। এ জন্য বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে। এ ঘটনায় তাদের স্বজনা কান্নায় ভেঙে পড়েছেন।’
এ বিষয়ে জানতে ধবলসতি বিজিবি ক্যাম্পের সঙ্গে একাধিকবার চেষ্টা করে হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
আরএম/টিএ