ড্রোন হামলার শিকার সেই জাহাজে ওঠার পরিকল্পনা ছিল থানবার্গের

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জন্য খাবার ও ত্রাণবাহী একটি জাহাজে ড্রোন হামলা চালানোর অভিযোগ ওঠেছে ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১ মে) রাত ১২টার দিকে দক্ষিণ ইউরোপের দেশ মাল্টার আন্তর্জাতিক সমুদ্রসীমায় এ হামলার ঘটনা ঘটে। জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গ ফিলিস্তিনিদের সহায়তায় এ জাহাজে ওঠার পরিকল্পনা করেছিলেন।ইসরায়েলের লাগাতার হামলায় গাজার ফিলিস্তিনিরা খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর অভাবে রয়েছে।

তাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদানকারী এনজিও দ্য ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন (ট্রিপল এফ) এ ত্রাণ জোগাড় এবং পাঠানোর ব্যবস্থা করেছিল। হামলায় অবশ্য হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এক বিবৃতিতে ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে মাল্টার আন্তর্জাতিক সমুদ্রসীমা দিয়ে চলমান অবস্থায় ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশনের ত্রাণবাহী জাহাজে সরাসরি হামলা হয়। দুটি সশস্ত্র ড্রোনের আঘাতে জাহাজটির সামনের দিকে আগুন ধরে যায়।এতে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জাহাজে আগুন লাগার একটি ভিডিও আপলোড করেছে। তারা বলেছে, আক্রমণটি জেনারেটরকে লক্ষ্য করে করা হয়েছিল। এতে জাহাজটি বিদ্যুৎবিহীন হয়ে যায়।

এ সময় জাহাজটি ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। বিবৃতিতে আরো বলা হয়, আমাদের জাহাজটি ছিল সম্পূর্ণ বেসামরিক ও নিরস্ত্র। গাজার অসহায় ফিলিস্তিনিদের জন্য খাবার ও ত্রাণসামগ্রী ছিল সেখানে। ট্রিপল এফের কয়েকটি সদস্যদেশের প্রতিনিধিরা ছিলেন এ জাহাজে। এ ধরনের হামলায় তাদের প্রাণহানি হতে পারত।

কোনো দেশের আন্তর্জাতিক সমুদ্রসীমায় বেসামরিক নৌযানকে লক্ষ্য করে আঘাত করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং মাল্টার সরকারের প্রতি আমাদের আহ্বান- ইসরায়েলের রাষ্ট্রদূতকে যেন এ ইস্যুতে তলব করে ব্যাখ্যা চাওয়া হয়।

মাল্টা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল। মাল্টার নৌবাহিনী ও কোস্টগার্ড রাত ১টা ২৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। জাহাজটিতে মোট ১২ জন ক্রু এবং ৪ জন বেসামরিক যাত্রী ছিলেন। তাদের সবাই অক্ষত রয়েছেন। রাত ২টা ১৩ মিনিটে তাদের মাল্টার বন্দরে নিয়ে আসা হয়েছে। জাহাজটি এখনও আন্তর্জাতিক সমুদ্রসীমায় রয়েছে এবং সেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এনজিওটির তথ্য, জাহাজে ৩০ জন কর্মী ছিলেন।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বরগুনায় ২৪ ঘন্টায় ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড Jul 06, 2025
img
সিরিজ নির্ধারণী ম্যাচের আগে পর্যবেক্ষণে আছেন শান্ত Jul 06, 2025
ভারতীয় মিডিয়ার অর্থের উৎস নিয়ে প্রশ্ন প্রেস সচিবের Jul 06, 2025
img
প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা যুবক Jul 06, 2025
দুদকের চিঠিতে ১ বছরেও সাড়া মেলেনি বেনজিরের Jul 06, 2025
মনের সব আশা পূরণে আশুরার দিনে হোসনি দালানে জনতার ভীড়! Jul 06, 2025
আমরা ভালো ক্রিকেট খেলেছি, বিসিবি সভাপতি ফোন করে অভিনন্দন জানিয়েছে; মিরাজ Jul 06, 2025
img
একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল Jul 06, 2025
img
থ্রেডস অ্যাপে মেসেজিং সুবিধা আনলো মেটা Jul 06, 2025
img
মুসিয়ালার ইনজুরিতে শোকাহত বায়ার্ন শিবির, কোচের ক্ষোভ Jul 06, 2025
img
বিভিন্ন পণ্য রপ্তানি ও নতুন এক্সপোর্ট টার্মিনাল নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে : কৃষি উপদেষ্টা Jul 06, 2025
img
বাসায় ফিরলেন সেই 'নিখোঁজ' ব্যাংক কর্মকর্তা, ব্যক্তিগত কারণে গিয়েছিলেন কুয়াকাটায় Jul 06, 2025
img
ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহের পাশাপাশি হতাশাও রয়েছে: মির্জা ফখরুল Jul 06, 2025
img
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক: আসিফ মাহমুদ Jul 06, 2025
img
মস্কোর দিকে আসা চারটি ড্রোন ভূপাতিত, বিমান চলাচল স্থগিত Jul 06, 2025
img
মালয়েশিয়া থেকে যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তারা কোনো জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 06, 2025
img
হজযাত্রা শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি Jul 06, 2025
img
জুনে রেমিট্যান্স এসেছে ৩৪ হাজার কোটি টাকার বেশি Jul 06, 2025
img
"ভারতীয় গল্পকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়াই ‘রামায়ণ' নির্মাণের লক্ষ্য" Jul 06, 2025
img
বিয়ে না করেই মা হওয়ার সাহসী সিদ্ধান্ত দক্ষিণী অভিনেত্রীর! Jul 06, 2025