ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গোপীনাথপুর গ্রামে ঘর নির্মাণের সময় মাটিচাপা পড়ে নজরুল ইসলাম (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম কয়েক দিন আগে নিজের পুকুরের মধ্যে একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। শনিবার সকাল ১১টার দিকে তিনি ঘরের মেঝেতে মাটি ভরাটের কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ মাটি চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সে সময় প্রায় ৮ ফুট উচ্চতার মাটি স্তূপ আকারে নজরুল ইসলামের ওপর ধসে পড়ে। তখন পাশে থাকা প্রাচীরের সঙ্গে তার শরীর মাটির চাপে আটকে যায়।
প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল এসে ১ ঘণ্টার চেষ্টায় নজরুল ইসলামকে মৃত অবস্থায় মাটির নিচ থেকে উদ্ধার করে।
নিহত নজরুল ইসলামের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। এক ঘণ্টা চেষ্টা করে নিহত ব্যক্তিকে মাটির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার এবং ত্রিলেচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরএ/এসএন