মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে নিজের সবকিছু বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছেন ঠাকুরগাঁওয়ের রাজু ইসলাম। বাড়ি-ঘর, দোকান—সবই বিক্রি করেছেন মায়ের জীবন বাঁচাতে। এখন অর্থের অভাবে থমকে গেছে তার মা ফাতেমা বেগমের চিকিৎসা।
ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া এলাকার বাসিন্দা রাজু ইসলাম (৩৮) জানান, তার মা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। সেই সঙ্গে ডায়াবেটিসসহ একাধিক রোগে ভুগছেন। বাবার মৃত্যুর পর মায়ের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব একা কাঁধে নেন রাজু। কিন্তু নিজের সহায়-সম্পদ শেষ হয়ে যাওয়ায় এখন তিনি সম্পূর্ণ অসহায়।
রাজু বর্তমানে স্ত্রী, তিন সন্তান ও অসুস্থ মাকে নিয়ে শ্বশুরবাড়ির একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন। শহরের একটি কাপড়ের দোকানে কাজ করে যা আয় করেন, তা দিয়েই সংসার চালান এবং মায়ের চিকিৎসার চেষ্টা করেন। প্রতিদিন প্রায় ৫০০ টাকা ওষুধের খরচ ছাড়াও মাসে দুইবার মাকে রংপুর নিয়ে যেতে হয়। কিন্তু এখন তার কাছে চিকিৎসা চালানোর মতো অর্থও নেই।
প্রতিবেশীরা জানান, রাজু তার মায়ের চিকিৎসায় জীবনের সব সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। কেউ কেউ সাহায্য করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তারা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত রাজু বা তার পরিবারের কেউ সহায়তার জন্য আমাদের কাছে আসেননি। তারা আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
রাজু ইসলাম বলেন, "মায়ের অবস্থা খুবই খারাপ। আমি আর পারছি না। সমাজের হৃদয়বান ও সহানুভূতিশীল মানুষদের কাছে আমি সাহায্য চাইছি।"
এসএস/এসএন