ইসরায়েল সফর করবেন পেন্টাগন প্রধান

আগামী ১২ মে ইসরায়েল সফরের পরিকল্পনা করছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। এই সফরে তিনি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করবেন। দুই অজ্ঞাতনামা ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল সফর শেষে পেন্টাগন প্রধান সৌদি আরব যাবেন, যেখানে তিনি ট্রাম্পের উপসাগরীয় দেশগুলোর সফরে যোগ দেবেন। মার্কিন প্রেসিডেন্ট কাতার ও সংযুক্ত আরব আমিরাতও সফর করবেন। তবে এক্সিওস জানিয়েছে, ট্রাম্পের ইসরায়েল সফরের কোনো সম্ভাবনা নেই।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই সফরটি হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফরের ঠিক আগে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ট্রাম্প ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

এফপি/এসএন

Share this news on: