সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন এবং অন্যান্য ঘটনায় ৫০৫ জন রয়েছে।
রোববার (৪ মে) পুলিশের বিশেষ এই অভিযানের তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
তিনি জানান, অভিযানে মামলাভুক্ত ও ওয়ারেন্ট থাকা ৯০০ আসামিকে এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ৫০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি পেন গান, ৬টি এলজি, ১টি রাইফেল, ১টি একনলা বন্দুক, ১টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।
এসএস/এসএন
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।