অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পদে বিজয়ী কে এই আলী ফ্রান্স?

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয় মেয়াদে জয়ী হয়েছে ক্ষমতাসীন দল লেবার পার্টি। এর মধ্যদিয়ে আবারও দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্থনি আলবানিজ। অন্যদিকে দেশটির এই নির্বাচনে সবচেয়ে আলোচিত ঘটনা হলো বিরোধীদলীয় নেতা এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী পিটার ডাটনের পরাজয়। ব্রিসবেনের একটি আসনে লেবার পার্টির প্রার্থী আলী ফ্রান্সের কাছে বড় ব্যবধানে পরাজিত হন লিবারেল পার্টির এই নেতা।

শনিবার (৩ মে) অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যদিও গত ২২ এপ্রিল থেকে আগাম ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে প্রায় ১ কোটি ৮০ লাখ ভোটারের মধ্যে ৮৫ লাখেরও বেশি ভোট দিয়েছেন। যা ২০২২ সালের নির্বাচনের তুলনায় অনেকটাই বেশি।

চূড়ান্ত ফলাফলের আগে লেবার পার্টি ৭৭টি আসনে জয়লাভ করেছে, যেখানে বিরোধী দল লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন পেয়েছে ৩৩টি আসন। এই নির্বাচনে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রী পদপ্রার্থী পিটার ডাটন নিজ আসন ডিকসন থেকে পরাজিত হন।

ব্রিসবেনের ওই আসনে লেবার প্রার্থী আলী ফ্রান্স ডাটনকে বড় ব্যবধানে পরাজিত করেন। এর আগে ৮টি নির্বাচনে ডাটন ২৪ বছর ধরে এই আসনে নির্বাচিত হয়ে আসছিলেন। লেবার পার্টির প্রার্থী আলী ফ্রান্স প্রথমবারের মতো কোনো নির্বাচনে বিরোধী দলের নেতাকে পরাজিত করলেন।

কে এই আলী ফ্রান্স- 
পিটার ডাটনকে হারিয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন ৪৯ বছর বয়সি আলী ফ্রান্স I তিনি একজন প্রতিবন্ধী আইনজীবী, সাবেক সাংবাদিক এবং প্যারা-অ্যাথলিটক্স চ্যাম্পিয়ন।

আলীর একটি পা নেই, কৃত্রিম পা দিয়ে তিনি চলাফেরা করেন I ২০১১ সালে মর্মান্তিক দুর্ঘটনার পর আলী পা কেটে ফেলা হয়। পঙ্গুত্ব বরণ করেও তিনি তার স্বপ্ন থেকে পিছপা হননি।

এই লড়াকু নারী হাল ছাড়েননি। এক পা নিয়ে রাস্তায় টুলে বসে নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছেন। আর জনগণও ভোট দিয়ে নির্বাচিত করে তার পাশে ভালোবাসা নিয়ে হাজির হয়েছেন।

শনিবার গার্ডিয়ানকে আলী ফ্রান্স জানান, কয়েক মাস আগে থেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেভিওয়েট হওয়ায় এটিকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নেন।

এর আগে ২০১৯ এবং ২০২২ সালে ডাটনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন আলী ফ্রান্স। যদিও ওই দুটি নির্বাচনে ভোটের ব্যবধান ছিল খুবই কম।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
গেজেট বঞ্চিতদের অনশনে নুরুল হক নুরের সংহতি প্রকাশ May 04, 2025
img
বলিউডকে ‘জঘন্য’ বললেন ইরফানপুত্র, ভেঙে পড়লেন কান্নায় May 04, 2025
অস্থায়ী ছই তৈরি করে রাত কাটাচ্ছে বুড়িগঙ্গার মাঝিরা May 04, 2025
img
চিকিৎসকের ত্যাগ ও রোগীর লড়াই টিকিয়ে রেখেছে স্বাস্থ্য খাত, স্বাস্থ্য শিক্ষার ডিজি May 04, 2025
img
মা হওয়ার পর প্রভাসকে নিয়ে পর্দায় ফিরছেন দীপিকা May 04, 2025
img
তুরস্কের আকাশসীমায় নেতানিয়াহুর বিমান উড়তে বাধা May 04, 2025
img
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ৩০ জন গ্রেফতার May 04, 2025
img
পাকিস্তানে উর্দুতে মুক্তি পাচ্ছে ‘জংলি’ May 04, 2025
img
হানিয়াকে দেখতে ভিপিএন কিনছেন ভারতীয়রা! May 04, 2025
img
আরও এক মাইলফলকের খুব কাছে বলিউড কুইন আলিয়া May 04, 2025