ভোলা থেকে ৫ রুটে বাস চলাচল বন্ধ

ভোলায় সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের দ্বন্দ্বে ফের পাঁচ রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার সন্ধ্যায় জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন এ ঘোষণা দেয়। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
মূলত, অটোরিকশাচালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে বাস চলাচল বন্ধ করা হয়েছে। ভাঙচুর করা হয় অটোরিকশা ও বাস।

স্থানীয় কয়েকটি সূত্র জানায়, রোববার বিকালে ভোলার বাংলাবাজার সংলগ্ন এলাকায় সাইট দেওয়াকে কেন্দ্র করে অটোরিকশাচালক ও বাস শ্রমিকদের মধ্যে প্রথমে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে ভেদুরিয়া, কুঞ্জেরহাট ও লালমোহনে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে জড়ায় তারা। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়।

এদিকে, হামলার প্রতিবাদে সন্ধ্যা থেকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসষ্ট্যান্ডে বিক্ষোভ করতে থাকে বাস শ্রমিকরা। সড়কে টায়ারও জ্বালায় তারা। ভোলা বাস টার্মিনাল এলাকায় সংবাদ সম্মেলন করে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে বাস শ্রমিক ইউনিয়ন।

ভোলা সদর মডেল থানার ওসি হাচনাইন পারভেজ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এসএন 

Share this news on: