আফতাবনগরে ডিএনসিসির পশুর হাটও বসানো যাবে না : হাইকোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির কিছু অংশে ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছেন।

স্থানীয় এক বাসিন্দার করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (৫ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন (হুসাইন আনোয়ার) ও আইনজীবী মোহাম্মদ আলী খান।

এর আগে ২৯ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। বিজ্ঞপ্তির ৩ নম্বর কলামে ‘বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরস্থ ব্লক-এম-৪, এম-৫, এন-৪, (লেকের উত্তর পাশের আংশিক), স্যানভ্যালির (আংশিক) খালি জায়গা’ পশুর হাটের বিষয়টি উল্লেখ ছিল। পরে স্থানীয় বাসিন্দা আজাদ আলী ৪ মে এ রিট করেন।

রিটে এলজিআরডি সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান সম্পত্তি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

পরে আইনজীবী আনোয়ার হোসেন জানান, এটি একটি ব্যক্তি মালিকানাধীন আবাসিক এলাকা। এখানে সিটি করপোরেশনের কোনো সম্পত্তি নেই। এছাড়া এ এলাকায় লাখ লাখ মানুষের বসতি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ও আছে। এগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাই স্থানীয় একজন বাসিন্দা এ রিট করেন। আদালত রুল ও স্টে দিয়েছেন। ফলে এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় পশুর হাট বসানো যাবে না।

এর আগে অপর এক আইনজীবীর রিটে গতকাল রোববার দক্ষিণ সিটির আফতাবনগর অংশে ঈদুল আজহা উপলক্ষ্যে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

গত ২১ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিজ্ঞপ্তির ৫ নম্বর কলামে ‘আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ, সেকশন-১ ও ২ এর খালি জায়গা’ পশুর হাটের বিষয়টি উল্লেখ ছিল। পরে আইনজীবী ইউনুছ আলী আকন্দ ৫ নম্বর কলামের বৈধতা নিয়ে রিট করেছিলেন।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ অধিনায়কের বার্তা May 05, 2025
img
হাসনাতের ওপর হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে : স্বরাষ্ট্র উপদেষ্টা May 05, 2025
img
হিথ্রো বিমানবন্দরের দিকে রওনা দিলেন খালেদা জিয়া May 05, 2025
img
৪৩ বছরেও আইপিএল খেলার স্বপ্ন দেখেন রাসেল May 05, 2025
img
“এইটা বঙ্গদেশের আসমান”—‘মুজিব’ সিনেমা নিয়ে গালিগালাজে বিরক্ত অরণ্য আনোয়ার May 05, 2025
img
দেশে ফিরছেন খালেদা জিয়া, আন্তঃনগর ট্রেন তেজগাঁওসহ ৩ স্টেশনে যাত্রাবিরতি May 05, 2025
img
৫০ লাখ আত্মসাতের অভিযোগ, নারী চিকিৎসকের ওপর হামলা May 05, 2025
img
ফের বলিউডে এই দক্ষিণি রূপসী May 05, 2025
img
এক যুগের জনপ্রিয়তা শেষে বন্ধ হয়ে গেল স্কাইপি May 05, 2025
img
মোদিকে ফোন দিলেন পুতিন, ভারত সফরে আসছেন শিগগিরই May 05, 2025