পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে। ঘটনার এক সপ্তাহ পর সোমবার এই তথ্য জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২৮ এপ্রিল বেলুচিস্তানের নোশকি জেলায় জ্বালানি ট্যাঙ্কার উল্টে গিয়ে আগুন ধরে যায়। স্থানীয় এক বাজারের কাছে ঘটনার সময় ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে গেলে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে অন্তত ৬০ জন আহত হন। আহতদের মধ্যে অনেকের শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের করাচির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হাসান মেনগাল জানান, বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯ হয়েছে। এর মধ্যে ট্যাঙ্কারটির চালকও রয়েছেন।

বেলুচিস্তান সরকার জানিয়েছে, ট্যাঙ্কারটিতে ইরান থেকে পাচার করা জ্বালানি পরিবহন করা হচ্ছিল। মেরামতের সময় ট্যাঙ্কারটিতে আগুন ধরে এই বিপর্যয়ের সূত্রপাত ঘটে।

নিহতদের মধ্যে ১৬ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, বাকি তিনজনের মরদেহ এখনও কোয়েটায় রয়েছে।


এসএস/টিএ

Share this news on: