পাকিস্তান শান্ত থাকবে : ইশাক দার

জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এই সংকটের মুহূর্তে ইসলামাবাদ শান্ত অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে।

সোমবার (৫ মে) পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইশাক দার ইসলামাবাদে এক অনুষ্ঠানে বলেন, “আমরা শান্ত থাকব এবং কোনো উসকানিমূলক পদক্ষেপ নেব না। বরং আন্তর্জাতিক সম্প্রদায় যেন ভারতীয় কর্মকাণ্ডের দিকে মনোযোগ দেয়।”

তিনি আরও দাবি করেন, পেহেলগামে যা ঘটেছে, সেটি ভারতের “পূর্বপরিকল্পিত হামলা।” তার ভাষ্য, ভারত কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন ও অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি সরাতে এবং আসন্ন রাজ্য নির্বাচনকে সামনে রেখে এই হামলা পরিকল্পনা করেছে।

ভারত অবশ্য এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে এবং পাল্টা পদক্ষেপ হিসেবে পানিবণ্টন চুক্তি স্থগিতসহ একাধিক সিদ্ধান্ত নিয়েছে। জবাবে পাকিস্তানও ভারতের জন্য আকাশ ও স্থলপথ বন্ধের মতো পদক্ষেপ নিয়েছে।

এই পরিস্থিতিতে সোমবার নিরাপত্তা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২২ এপ্রিলের হামলায় স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ২৬ পর্যটককে হত্যা করে, যা ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার পর কাশ্মিরে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, “হামলার মাত্র ১০ মিনিটের মধ্যে থানায় এফআইআর রেজিস্ট্রেশন হয়ে গেল, অথচ থানার দূরত্ব ছিল অন্তত ৪৫ মিনিট – এটি কীভাবে সম্ভব?” – প্রশ্ন তুলে তিনি ভারতের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

এই উত্তেজনার মধ্যেও পাকিস্তান আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপকে স্বাগত জানায়।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
গরমে শরীরচর্চায় যেসব বিষয়ে খেয়াল রাখবেন May 05, 2025
img
ঘুমিয়ে পড়েন চালক, তারপর দুর্ঘটনা; কেমন আছেন পবনদীপ? May 05, 2025
img
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ May 05, 2025
img
সেনা কর্মকর্তা পরিচয়ে বিয়ের ঘটনায় ৪ প্রতারক গ্রেফতার May 05, 2025
img
খাদ্য সম্পর্কিত জাতীয় নীতি বাস্তবায়ন জরুরি : বাণিজ্য উপদেষ্টা May 05, 2025
img
কুয়েটে শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের বিচারের দাবিতে আল্টিমেটাম May 05, 2025
img
কেসিসি নির্বাচন: ফল বাতিল ও বিএনপির প্রার্থী মঞ্জুরের মামলার শুনানি ২৬ মে May 05, 2025
যারা হাসিনাকে নারী বলে তারাই নারীদের অপমান করেছে' May 05, 2025
img
হামাসের হাতে প্রাণ হারালো ৮ শতাধিক ইসরাইলি সেনা! May 05, 2025
img
অর্থের বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নে নাগরিকত্বের সুযোগ শেষ May 05, 2025