রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান প্রজাতন্ত্রে সোমবার অজ্ঞাপরিচয় বন্দুকধারীদের গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ।
স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এদিন স্থানীয় সময় বিকেল ২টা ২০ মিনিটের দিকে ট্রাফিক পুলিশের একটি গাড়িতে বন্দুকধারীরা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এ ছাড়া হামলাকারীদের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে।
এদিকে টেলিগ্রামে ছড়িয়ে পড়া অযাচাইকৃত ভিডিওতে দেখা যায়, পুলিশের গাড়ির পাশে রাস্তায় তিন পুলিশ সদস্যর মরদেহ পড়ে রয়েছে।কিছু পথচারী মরদেহগুলো দেখতে থেমে পড়লে, তখন রাস্তায় আরো গুলির শব্দ শোনা যায়।
আরেকটি ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা এক বন্দুকধারী রাস্তায় গুলি চালিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে।টেলিগ্রাম চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়া আরো কিছু ছবিতে রক্তে ভেজা অবস্থায় দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা গেছে, যাদের বন্দুকধারী বলে দাবি করা হয়েছে।প্রধানত মুসলিম অধ্যুষিত দাগেস্তানে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রাণঘাতী হামলা হয়েছে।
চলতি বছরের মার্চ মাসে সেখানে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত চার সন্দেহভাজনকে হত্যা করেছিল দেশটির সন্ত্রাসবিরোধী বাহিনী। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আঞ্চলিক শাখায় হামলার পরিকল্পনা করছিল বলে অভিযোগ উঠেছিল।
এমআর/টিএ